দুজনেই মোদের গুরুজন
অবদান স্বাস্থ্য খাতে।
উনি গুণী খুব প্রিয়জন
তিনি অভিসম্পাতে।
উনার মতো সৎ মানুষের
ধরায় বড্ড অভাব।
তিনার মতন ছদ্মবেশের
মানুষরায় হয় নবাব।
উনি যখন অসুস্থ হলেন
পেলেন সবার দোয়া।
তিনির বেলায় উল্টোটা হলেন
যেন খুশির ছোঁয়া।
ক্ষমতালাভের মায়াজালে
অনেকেই হই অন্ধ।
কপাল পুড়ে ক্রান্তিকালে
ছড়ায় যে দুর্গন্ধ।
মানুষ হাসে বিদায় লগ্নে
হিংসা ঘৃণা জমিয়ে।
কি লাভ বলো এই জীবনে
পাপিষ্ঠ ফল কামিয়ে।
দোয়া করি করুণাময় স্রষ্টার তরে
এই হাতদুখানি তুলে।
এমন দুর্ভাগ্য যেন না আসে ফিরে
কোনো জননীর কোলে।