মে মাসের এই ০২ তারিখে
দাদীর কোলটি আলো করে
দাদার হাতের আদর মেখে
ধরার বুকে দিয়েছিলেন দেখা।
এপ্রিলের ঐ ২০ তারিখে
রোগের সাথে যুদ্ধে হেরে
যত্নে গড়া ভবন রেখে
চিরতরে চলেও গেছেন একা।

স্রষ্টার দয়ায় এসেছিলেন
স্বপ্ন দেখতে জেগে।
জীবন খেয়ায় ভেসেও ছিলেন
বছর দুয়েক আগে।

বহুবছর পার করেছেন
বড় সাধের ভুবন।
জীবন যুদ্ধের হাল ধরেছেন
সুখ করেছেন সেবন।

শিক্ষাগুণে ছিলেন মেধাবী
কর্মগুণে সেরা।
চালচলনে নম্রস্বভাবী
দেখতে লম্বা চওড়া।

ন্যায়নীতিতে অনড় অটল
সততা তার পেশা।
অসৎ কথায় রেগে অনল
শক্ত মুখের ভাষা।

তিনি ছিলেন এক আদর্শ পিতা
নিরব মহান শাসক।
সুখে দুখে পরিবারের মাথা
হাসি আড্ডায় মিশুক।

হঠাৎ করেই বাবার জীবনে
মরণব্যাধি বাঁধে ঘর।
নিশ্চিত মৃত্যু জেনে দিন গুনে
বিদায় নিলেন পরপার।

জানি আজ তুমি বহুদুরে
এই মায়ার জীবন ছেড়ে।
তাই তোমায় বড্ড মনে পড়ে
নীরবেই শত অশ্রু ঝরে।
অসহায় লাগে একলা শুন্য ঘরে।

বেঁচে থাকতে যে হয়নি শোনানো
ভাব ভালোবাসার কেচ্ছা।
কোনো বছরেই হয়নি জানানো
জন্মদিনের শুভেচ্ছা।

তাই এই প্রথম জানালাম
শুভ জন্মদিন "বাবা"।

পাঁচ ওয়াক্তেই তুমি থাকো
আমার সকল দোআতে।
আল্লাহ তুমি ভালো রেখো
জায়গা দিও জান্নাতে।