চলার পথে রঙবেরঙের
সুখের আনাগোনা,
সুখের পিঠে অসুখ বসে
করে তুলোধোনা।
অসুখ আসে নানান রূপে
যায় না ধরাছোঁয়া,
অসুখ শেষে সুখও আসে
পেলে সবার দোয়া।
সব অসুখেই দুঃখ থাকে
একটু কম বা বেশী,
অসুখ জেরে সবার ঘরেই
বাঁধে রেষারেষি।
অসুখ বিনা কোনো মানুষ
আছে কি এই ধরাই,
তবু মানুষ একটু সুখেই
করে বৃথা বড়াই।
সুখে থাকলে যায়না বোঝা
অসুখের কি জ্বালা,
অসুখ এসে ধরলে ঠেসে
সোনামুখ হয় কালা।
বিরল অসুখ দিলে হানা
হয়না তো শেষ রক্ষা,
পরিশেষে স্রষ্টার কাছে
চায়তে হয় প্রাণ ভিক্ষা।
অতি সুখে অসুখ জন্মে
স্বল্প সুখেই শান্তি,
তাই সুখের নেশা করে ত্যাগ
ঘুচতে হবে ভ্রান্তি।