বিচিত্র এ জীবজগতে
বহুমাত্রিক নেশা।
ধর্ম কর্ম নানান খাতে
হরেক রকম পেশা।
স্বার্থের ঘোরে ঘুরেফিরে
অর্থের টানে লোভ।
ধীরেধীরে মন মাঝারে
জমতে থাকে ক্ষোভ।
স্বপ্ন দেখে স্বপ্ন বুনে
লালন করার চেষ্টা।
শুরুগুলো নিষ্পাপ গুণে
লালসায় হয় শেষটা।
প্রেম ভালোবাসার এই মর্ত্যে
সুশাসনের খরা।
ভালোমন্দ শর্তের গর্তে
পড়ে বাঁচা মরা।
সুখের পরে দুঃখ আসে
হঠাৎ বাড়ে কমে।
জীবন চলে নিজ প্রয়াসে
মরণ আসে ক্রমে।