আধুনিক এই মহা রাজ্যে
ভালো কর্মের নাই ঠাঁই,
রাজ্যটা যে ভইরা গেছে
ভণ্ডের মাইনকা চিপায়।
কিছু ভণ্ড পাপের রাজ্যে
রাজা হইয়া যায়,
তারাই আবার সাধু সাইজা
রাজ্যের মাথা খায়।
রসের রসের কথা কইয়া
রাজ্যবাসীরে ভোলায়,
অধিক লাভের লোভ দেখাইয়া
মগজটা করে ধোলাই।
রাজ্যবাসীর রত্ন খাইয়া
ভণ্ড পোটলা ফোলায়,
ব্যাবসার নামে ধান্দা কইরা
রাজ্য ছাইড়া পালায়।
মহারাজের নজর পড়লে
থাকে না যে উপায়,
রাজ্যবাসী সব হারাইয়া
নিঃস্ব হইয়া দাপায়।
ভণ্ডরা সব মিলিত হয়
বন্দিশালার চিপায়,
খ্যাতির জোরে খালাস পাইয়া
আবার রাজ্য কাঁপায়।
রাজ্যের কোনো নীতিমালা
মানে না রাজ্যবাসী,
মহারাজও বেখেয়ালি
করে না ঠাসাঠাসি।
রাজ্যের যত সৈন্যরা সব
মহারাজের ভক্ত,
মহারাজের ইচ্ছায় ঝরায়
রাজ্যবাসীর রক্ত।
রাজ্যের এই বেহাল দশার
যদি না হয় সমাপ্তি,
রাজ্যবাসীর মুক্ত আশার
হবে না কভু ব্যাপ্তি।