কানায় কানায় দুর্নীতি
অম্লান সেরা মূলনীতি।

ডানে অতিভক্তির কপট
বামে অপশক্তির দাপট।

যাহার তরে চাকর
তাহার পরেই ঠোকর।

সত্য যত ঘটনা
গুজব রূপে রটনা।

দেয়াল পিঠে ঠোকা খেলে
হঠাৎ গর্জে ওঠা।
রক্ত মাথা গরম হলে
কঠোর লাঠি পেটা।

দিনদুপুরে অবিরত
সুশাসনের ক্ষয়।
মোড়লদের মুন্ডু নত
দুঃশাসনের জয়।

স্বাধীন বাংলা পেয়েও আজ
বন্দিদশায় কাজ।
ধর্মকর্ম করে ভাজ
ভন্ডরূপী সাজ।

দীর্ঘস্থায়ী হচ্ছে ক্ষতি
তবুও নীরব জাতি।
প্রাণভয়ে চলমান গতি
অশুভধারা সাথী।

এদিকে,
সন্তান পাবে সোনার হরিণ
পিতামাতার পণ।
নিতেও রাজী লাখো ঋণ
ছাড়তে রাজী ধন।

সোনার হরিণ পেয়ে খোকা
যায় ভুলে যায় দুখ।
কালো টাকা সাদা ভেবে
কিনে আনে সুখ।