শোনো বন্ধু তারা ইসলাম সাথী,
আমরা সবাইতো বাঙালি জাতি।
অন্যান্য জাতিদের চেয়ে ভিন্ন মোদের গতি,
আমাদের দেশের মেয়েরাই বেশী লজ্জাবতী।
মাতা হিসেবে তুমি যথেষ্ট গুণবতী,
তোমার ছোট্ট মেয়েই হলো তোমার নয়ন জ্যোতি।
জানি তুমি কষ্টে আছে হারিয়ে নিজের পতি,
এটা হয়তো তোমার সুখের সামান্য অব্যাহতি।
প্রলোভনে পড়ে করো না মাতামাতি,
তোমাকেই জ্বালতে হবে নিজ জীবনের বাতি।
ধৈর্য ধরে লড়াই করো, নিজে হও নিজের সাথী,
আশা করি শুভ হবে তোমার দিবা রাতি।
অন্যায়ের মুখে কভু স্বীকার করো না নতি,
দোয়া করি দূরে থাকুক সকল প্রকার ক্ষতি।