রহমতের প্রথম দশক
হয়ে গেলো শেষ।
শুরু হলো মধ্যদশক
ক্ষমা প্রাপ্তির রেশ।
পাপে পাপে পাপিষ্ঠ মোরা
পাপের নেই যে সীমা।
অসৎ ফাঁদে দিয়েছি ধরা
করছি পাপের বীমা।
যেথা সেথা করছি গমন
না শুনি যে মানা।
যা খুশি তা করছি দমন
যখন তখন হানা।
লোভে পড়ে প্রতিহিংসার চাষ
করছি যে মোরা সগল।
ক্ষমতা মোদের করেছে গ্রাস
করেছে বদ্ধ পাগল।
ভুলকে মোরা ভাবিনা ভুল
করি যুক্তিতর্ক।
সুযোগ সন্ধানে ফোটাই হুল
মোরা গণ্ডমূর্খ।
তাইতো খোদা করেছে দান
বার্ষিক মাহে রমজান।
দয়া, ক্ষমা আর মুক্তির গান
কুপথের পরিত্রাণ।
পৃথিবী এখন ভীষণ ভীত
ক্ষুদ্র রোগের কাছে।
সভ্যতার বুক ক্ষতবিক্ষত
দুমড়েমুচড়ে গেছে।
হে দয়াল রিজিকদাতা
ক্ষমার করবার মালিক।
দান করো সহী পন্থা
দেখাও আলোর ঝিলিক।
রোজা রেখে করছে পরিতাপ
তোমার কোটি বান্দা।
সমগ্র পাপ করে দাও মাফ
দুর করে দাও মন্দা।