মোরা জীবন ভালোবাসি
মরণেরে পাই যে ভয়,
তবু করি হানাহানি
করি মিছে অভিনয়।
যেথাসেথা করি গমন
মানিনাতো বাধা,
সাদা মনের মানুষেরে
বলি মোরা গাধা।
যেমন খুশি তেমন সাজি
করি বৃথা খর্চা,
খেলি হারাম জুয়া বাজি
করি পাপের চর্চা।
নকলেরে লালন করি
আসলেরে লুকাই,
কালো টাকার পাহাড় গড়ি
অপরেরে ঠকাই।
জানি একদিন আসবে মরণ
উড়ে যাবে প্রাণ,
ধরতে হবে খোদার চরণ
পেতে পরিত্রাণ।
জেনে শুনেও তবু মোরা
করছি শত পাপ,
বিচার দিনে পড়লে ধরা
মিলবে কি তার মাফ?