(চিরন্তন)
ক্ষুদ্র ভুলের অন্তরালে
স্বল্প সুখের সমাহার।
সস্তা মায়ার ঘোর ফুরালে
দুঃখ কষ্ট অন্ধকার।
(মাঝে মাঝে)
মিথ্যে কিছু কথার ভাঁজে
প্রেরণা থাকে অফুরন্ত।
সত্য অনেক কথা কাজে
ঘৃণারা সর্বক্ষণ জীবন্ত।
(আজকাল)
স্নেহ ভালবাসা কদর আদরে
অসাধু স্বার্থের ভীড়।
জল্পনা কল্পনা স্বপ্নের চাঁদরে
আবৃত সততার নীড়।
(ভবিষ্যৎ)
চিরন্তন, মাঝে মাঝে, আজকাল,
আর হারানো অতীতের সমষ্টি।
শেষ গন্তব্য একটাই “পরকাল”,
সত্যিই অসহায় স্রষ্টার “সবসৃষ্টি”।
(আপসোস)
আছে অঢেল স্বার্থ সামর্থ্য,
সংযম, বিবেক, বুদ্ধি।
তবুও সুসময় আজ ব্যর্থ,
চলছে কুচাল্ সিদ্ধি।