কষ্টার্জিত বিজয় মোদের
বিলুপ্তপ্রায় আজ,
বিজয় তাদের প্রভাব যাদের
যারা ধাপ্পাবাজ।
দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে
মানবতার ক্ষয়,
যে যার মতো লুটে খাচ্ছে
করছে না কেউ ভয়।
জালিমরা সব জুলুম করছে
সইছে ভদ্রলোক,
খোদার কাছে বিচার চাচ্ছে
করছে পালন শোক।
স্বাধীন বাংলার এই দেশেতে
স্বার্থেই সবার লোভ,
স্বার্থ আপন করে পেতে
দ্বন্দ্ব ফ্যাসাদ ক্ষোভ।
বিজয় বিজয় বিজয় দিবস
বিজয়ের নাই ছাপ,
মায়ের চোখে সন্তান নির্দোষ
পাপের সাজা মাফ।
বিজয়ের এই করুণ দশা
দেখে লাগে দুখ,
বিজয় প্রকাশের নেই ভাষা
খাঁখাঁ করে বুক।
যেমন কর্ম করলে পরে
সর্বত্র মঙ্গল হয়,
তেমন কর্মই সবার তরে
সত্যিকারের বিজয়।