হিজড়া মানে করুণ জনম
পিতামাতার কান্না।
হিজড়া মানে উভয়লিঙ্গ
না ছেলে না কন্যা।
হিজড়া মানে ঘৃণার পাত্র
মানুষরূপী বোঝা।
হিজড়া মানে নিম্ন গোত্র
লাঞ্ছনা আর সাজা।
হিজড়া মানে দুখের জীবন
সুখের চির দুশমন।
হিজড়া মানে ভবঘুরে
ভিন্ন পেশায় গমন।
হিজড়া মানে নির্লজ্জতা
অশোভন আচরণ।
হিজড়া মানে গালিগালাজ
অশালীন বিচরণ।
হিজড়া মানে চাঁদাবাজি
হাটে-বাজারের ত্রাস।
হিজড়া মানে বাসে ট্রেনে
জীবিকা বারোমাস।
হিজড়া মানে হাতে তালি
উচ্চস্বরে হাঁসি।
হিজড়া মানে অলিগলি
নাচে গানে খুশি।
হিজড়া মানে ভয়ের কারণ
বিব্রতকর দশা।
হিজড়া মানে হাজার বারণ
থমকে থাকা আশা।
হিজড়া মানে শৈশব থেকে
নিঃস্ব হবার শিক্ষা।
হিজড়া মানে ধর্মের চোখে
দুনিয়ার পরীক্ষা।