বাংলা মোদের মাতৃভাষা
বাংলা অলংকার,
বাংলা মোদের আলো আশা
বাংলা অহংকার।
আজকের এ দিন স্মরণীয় দিন
বাংলা ভাষার প্রাণ,
"রাষ্ট্রভাষা বাংলা চাই" ছিলো
সেদিনের স্লোগান।
আজকের এ দিন বিজয়ের দিন
মাতৃভাষার টান,
আজকের দিনে অনেক তরুণ
প্রাণ করেছেন দান।
আজকের দিনে রক্ত ঝরেছে
ভাষা হয়েছে মুক্ত,
তাই আজকের এ দিন বিশ্বের চোখে
সাহসী পাতায় যুক্ত।