মনের কষ্ট রেখে দাবায়
হয়ে মায়াত্যাগী।
প্রিয় পশু করে জবাই
বণ্টন ভাগাভাগি।
পালিত পশু হয় প্রিয়
দুদিনের কেনা নয়।
বুঝেও তা বুঝি না কেহ
এমনেই কুরবানি হয়।
ধর্মের রীতি বদলে গেছে
কালের বিবর্তনে।
চলছে সবই সামনে পিছে
কারচুপি কর্তনে।
দরে দামে ধুমধামিয়ে
জমজমাট পশুর হাট।
কষে কষে লাভ কামিয়ে
চাঙ্গা কুরবানির পার্ট।
নিম্নশ্রেণী পশু পালে
গতর গায়ে খেটে।
উচ্চশ্রেণী ঢোকায় গালে
খায় যে চেটেপুটে।
ত্যাগের ঈদে ত্যাগের অভাব
মাংস প্রধান লক্ষ্য।
ফ্রিজে জমায় রাখা স্বভাব
খাওয়াদাওয়ায় মূখ্য।
শতসহস্র কুরবানি ঘটে
প্রতিবছরের ঈদে।
পরিমাপ হয় শুধু অর্থ নোটে
সজাগে কিংবা নিদে।
হারিয়ে যায় পশু কত
আসে না চোখের জল।
মাংসের গন্ধ জুড়ায় ক্ষত
ওজনেই ফলাফল।