মনের ময়লা বড়ো ময়লা
যদি বুঝতাম মোরা,
মন্দ সুতায় গাঁথা জালে
দিতাম না তো ধরা।
মনের ময়লা যায় না দেখা
যায় না ছোঁয়া হাতে,
মনের ময়লা বাসা বাঁধে
মনের সম্মতিতে।
মনের ময়লা মনের কাছে
হীরা মানিক রতন,
মনের ময়লা দূর করিতে
লাগে মনের যতন।
তাই শুনুন তবে মানুষ সবে
শুনুনগো দিয়া মন,
জানা ভুলে আর না জড়িয়ে
সদা সতর্ক হোন।