ঈদ মানে আনন্দ
ঈদ মানে খুশি।
ঈদ জীবনের ছন্দ
ঈদ মুখের হাঁসি।

পরিবার পরিজন এক হয়
জীবনের সব ঈদে।
ঈদের দিন হরেক রান্না হয়
ভিন্ন ভিন্ন স্বাদে।

মায়ের সন্তান মায়ে পায়
বাবার সন্তান বাবায়।
সকাল সকাল নামাজে যায়
মিলেমিশে সবাই।

নামাজ শেষে কুশল বিনিময়
চলে কোলাকুলি।
শত জনের সাথে সাক্ষাৎ হয়
হয় যে ঠেলাঠেলি।

যাওয়া হয় কবরস্থানে
করতে জিয়ারত।
দোয়া পাঠ হয় মনেপ্রাণে
চলে ইবাদত।

কিন্তু,
এবার ঈদে হয়নি যাওয়া
আপনজনদের কাছে।
করোনা যে করছে ধাওয়া
ছুটছে পিছে পিছে।

তাই,
এবারের ঈদটা ভিন্ন রকম
একদমই নিষ্প্রাণ।
নিরাপদ থাকায় লক্ষ্য মূখ্যম
পেতে পরিত্রাণ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

ঈদ মোবারক।