সৃষ্টিজগৎ অনবদ্য,
ব্যাপ্তিকাল সীমাবদ্ধ।
কখনো ভালোবাসার পরশ,
কখনো'বা বিরহের সান্নিধ্য।
মস্তিষ্ক অল্পবিদ্য,
চিন্তাশক্তি সুপ্রসিদ্ধ।
আজ বিনামূল্যের যশ,
কালকের প্রাপ্তি ব্যয়সাধ্য।
রকমারি গীতবাদ্য,
আড়াআড়ি দ্বন্দ্বযুদ্ধ।
অনুকূল ধারায় অলস,
প্রতিকূলতায় সদা অবাধ্য।
মর্তলীলা অভিবাদ্য,
রহস্যচ্ছলে সমৃদ্ধ।
ঘাত প্রতিঘাতেই সন্তোষ,
প্রকৃত মর্মার্থ দুর্বোধ্য।
প্রকৃতি হতে চলেছে বিপথের গন্ডীতে আবদ্ধ।
তাইতো সভ্যতার গতি চলমান, যাহা অপ্রতিরোধ্য।