বিজয়ের দিনে পাড়ি,
উত্তরার দিয়াবাড়ি।
খেয়েছি ভাজা ছোলা,
চড়েছি নাগরদোলা।
তুলেছি যুগল ছবি,
দেখেছি সূর্যডুবি।
বহুদূর হেঁটেছি পায়ে,
ঘাম ঝরেছে সারা গায়ে।
গিয়েছিলাম একা এসেছিও একা,
মধ্যখানে বহুরূপী দৃশ্যের দেখা।
সবমিলিয়ে পেয়েছি অনেক মজা,
শত ভীড়ের মাঝে একটু সুখ খোঁজা।