ষোলোই ডিসেম্বর
পাকি-হায়েনার ডর,
ষোলোই ডিসেম্বর
বিজয়ের দিবাকর।
ষোলোই ডিসেম্বর
নয় মাস লড়াইয়ের ফল,
ষোলোই ডিসেম্বর
বিজয়ের কোলাহল।
ষোলোই ডিসেম্বর
জালিম গলে ফাঁসি,
ষোলোই ডিসেম্বর
বিজয়মাখা হাসি।
ষোলোই ডিসেম্বর
গুম-হত্যার পরিত্রাণ,
ষোলোই ডিসেম্বর
বিজয়ের সুরে গান।
ষোলোই ডিসেম্বর
শোষক মুখে ঘুষি,
ষোলোই ডিসেম্বর
বিজয়গাঁথা খুশি।
ষোলোই ডিসেম্বর
খুনির মাথা নত,
ষোলোই ডিসেম্বর
বিজয় সুখের ব্রত।
ষোলোই ডিসেম্বর
শত্রুদের মুখ বাঁকা,
ষোলোই ডিসেম্বর
বিজয়ের পতাকা।
ষোলোই ডিসেম্বর
দুঃশাসনের বিনাশ,
ষোলোই ডিসেম্বর
বিজয়ের ইতিহাস।