জগৎ ছেড়ে বহুদূরে
সেদিন চলে যাবো।
সকল বাঁধন ছিন্ন করে
ওপার পাড়ি দেবো।
শুন্য হাতে ছাড়বো ভবন
ছাড়বো বাড়ি ঘর।
সোনার সংসার সাধের জীবন
সবই হবে পর।
কাছের যত আত্মীয়স্বজন
জানাবে শেষ বিদায়।
হবে না সেদিন আহার ভোজন
কাঁদবে সবার হৃদয়।
রক্তমাংসের গা হবে অচল
থামবে বুকের কাঁপন।
শেষবারের মতো হবে গোসল
পোশাক সাদা কাফন।
ডাকবে না কেউ এই আমাকে
বলবেনা কেউ কথা।
সাদা তুলো দিয়ে নাকে
সোজা রাখবে মাথা।
নিথর দেহ পড়ে রবে
সাড়া দেবেনা আজ।
সময়মতো সৎকার হবে
শেষ হবে দাফনকাজ।
সবাই ফিরবে যে যার ঘরে
আমার হবেনা ফেরা।
রবো পড়ে ঐ কবরে
মাটির দেয়ালে ঘেরা।