বারেবারে আসে ফিরে
প্রিয় মাস রমজান,
রহমতের দুয়ার খোলেন
খোদা দয়াবান।
রমজানেতে আমরা সবাই
করি ইবাদত,
নিয়মিত রোজা রেখে
কমাই মুসিবত।
প্রিয়নবীর সুন্নত মেনে
পড়ি তারাবি,
অলসতা তেড়ে ছড়াই
ত্যাগের সুরভি।
পাপের থেকে দূরে সরে
পুণ্যে থাকি রত,
খোদার কাছে প্রকাশ করি
মনের আশা যত।
অতীতের পাপ স্মরণ করে
ফেলি চোখের পানি,
দু'হাত তুলে আবদার করি
খোদার মেহেরবানি।
হে খোদা মহা ক্ষমাশীল
রহিম রহমান,
দোযখ থেকে দিও রেহাই
কইরো জান্নাত দান।