আব্বু আব্বু ডাকা হয়না
অনেক দিবস থেকে,
আব্বু তোমায় মনে পড়লে
অশ্রু ঝরে চোখে।
তুমি ছিলে আমার সাহস
কখনো ছিলে ভয়,
তোমার মুখের হাঁসিই ছিলো
আমার কাছে বিজয়।
তুমি যখন আমায় বলতে
ভালো মানুষ হতে,
আমি তখন শপথ নিতাম
চলবো সঠিক পথে।
তুমি ছিলে সরলমনা
ছিলে শান্তিপ্রিয়,
তোমায় নিয়ে কটুকথা
বলেনি তো কেহ।
ন্যায়ের পথে জীবনযাপন
ছিলো তোমার স্বভাব,
তোমার ন্যায় আদর্শ পিতার
ধরায় বড্ড অভাব।
তুমি আমার মনের শক্তি
শুভকর্মের শুরু,
তুমিই ছিলে প্রথম অধ্যায়
প্রথম শিক্ষাগুরু।
দোয়া করি খোদার তরে
তোমায় স্মরণ করে,
মিলবো মোরা রোজ হাশরে
যাবো জান্নাত ঘরে।