পুলিশ নামটা শুনলে এখন
বুকটা ওঠে কেঁপে।
তাদের নিয়ে করলে লেখন
মুখটা ধরেন চেপে।
আইনকানুনের রক্ষক হয়েও
আইন ভাঙেন তারা।
গনতন্ত্রের পদক পেয়েও
জাতি দিশেহারা।
স্বাধীন দেশেও পরাধীন আজ
পুলিশের সম্মুখে।
মোড়লগণ হারিয়েছেন লাজ
আছেন মহাসুখে।
দমন পীড়ন হীনমন্যতা
চলছে চারিদিকে।
শোষিত হচ্ছে আমজনতা
মরছে ধুকেধুকে।
পুলিশ ছড়ান ভয়ের মন্ত্র
বন্দুক ধরেন বুকে।
বন্দুক হলো ঘাতক যন্ত্র
জানেন সর্বলোকে।
পুলিশ মশাই প্রায়ই করেন
বন্দুকযুদ্ধের খেলা।
পরের পয়সায় পকেট ভরেন
গড়েন ধনের মেলা।
ভালোমন্দেই জীবনযাপন
ভালোর কদর কম।
পুলিশ ভাইরাও হতেন আপন
যদি খেতেন কম।
আবদার করি দুহাত তুলে
পুলিশ ভাইদের তরে।
সঠিক পথে আসুন চলে
সম্মান পেতে ফিরে।