মহাবিশ্বের মহা রাজ্যে
স্রষ্টায় একক রাজা,
আমরা সবাই তাঁরই বান্দা
জ্যান্ত মৃত প্রজা।
ছোট বড়ো ধনী গরীব
কত ক্ষেত্র কত চিত্র,
পিতামাতা স্বজন পড়শি
কত শত্রু কত মিত্র।
স্কুল কলেজ কোট কাচারি
সভা সংসদ কেন্দ্র,
মাথার উপর বিশাল আকাশ
রাতের তারা চন্দ্র।
রাগ অভিমান হাতাহাতি
হিংসার ছড়াছড়ি,
খেলাধুলায় মাতামাতি
যুগল জড়াজড়ি।
খালবিল পুকুর নদী সিন্ধু
জলজ প্রাণী হাজার,
বৃক্ষরাজি শিশিরবিন্দু
রাস্তাঘাট হাটবাজার।
মশা-মাছি তেলাপোকা
পিঁপড়া কিংবা ইঁদুর,
গরু-ছাগল ফুলের থোকা
ঝুলে থাকা বাদুড়।
বাস বিমান কিংবা রেলগাড়ী
চলার পরিবহন,
চালডাল বা তরিতরকারি
নিত্যদিনের খাওন।
জানমাল আর প্রাচুর্যে ভরা
এই দুনিয়ার খেলা,
সবই স্রষ্টার হাতে গড়া
ক্ষণস্থায়ী মেলা।