গজব! চীন ভালানা, পাপী, তিতা
বলেছিলাম মোরা সবে।
হতেম যদি ধোয়া তুলসীপাতা
"করোনা" আসতোনা তবে।
হুহ! নাই দ্বন্দ্ব, নাই যুদ্ধ
নাই যে কোনো প্রতিদ্বন্দ্বী।
তবু বিশ্ব আবদ্ধ
বিশ্ববাসী গৃহবন্দী।
দুর্বার বেগে বেগবান "করোনা"
ধরছে সে যাকে তাকে।
বিজ্ঞরা খুজছে সঠিক ধারণা
মিলছেনা কিছু চোখে।
করোনা ঘুরছে দ্বারেদ্বারে
বিশ্বটাকে থামিয়ে।
চীনারা কিন্তু ফিরছে ঘরে
বিশ্বত্রাসকে দমিয়ে।
বিশ্বত্রাস করছে গ্রাস
দেখছে ভবের সবে।
মাথাপিছু আয় পাচ্ছে যে হ্রাস
শংকা! দুর্যোগ আসছে কি? তবে।
জানিনা মোরা পারবো কি না
ত্রাসের গ্রাসকে কমাতে।
ঐ স্রষ্টার তরে চাইগো পানা
বিপদসীমা দমাতে।