করোনা মোদের করেছে হিসেবী
দিয়েছে স্বাধীনতা।
মিটিয়েছে শত না পাওয়া দাবি
কাটিয়েছে শূন্যতা।
করোনা মোদের সাহস জুগিয়েছে
দিয়েছে প্রেরণা আশা।
হাজারো করুণ দৃশ্য দেখিয়েছে
কাটিয়েছে বাজে নেশা।
করোনা মোদের আবেগী করেছে
করেছে স্রষ্টাভক্ত।
জমে থাকা সব অভিমান তেড়েছে
করেছে হিংসামুক্ত।
করোনা মোদের সভ্য করেছে
করেছে স্বাস্থ্য সচেতন।
অপব্যয় অপচয় রোধ করেছে
চিনিয়েছে মানিক রতন।
করোনা মোদের বুঝতে শিখিয়েছে
জীবনের মানে যুদ্ধ।
আপদবিপদের বন্ধু চিনিয়েছে
করেছে পরিশুদ্ধ।
করোনা মোদের বাধ্য করেছে
নিয়ম মেনে চলতে।
মৃত্যভয়ের এক মন্ত্র ছেড়েছে
দুনিয়ার মায়া ভুলতে।