"করোনা" তুমি স্রষ্টার দান
বাঁচা মরার শিক্ষা।
দুঃখ মেশানো মায়ার টান
সুখ হারানো ভিক্ষা।
বিশ্ববাসী তোমার কাছে
করছে মাথা নত।
জ্ঞান গর্ব হয়েছে মিছে
ঝরছে যে প্রাণ শত।
বিশ্ব চাকা থমকে আছে
শংকা চোখে মুখে।
সভ্যতা আজ বদলে গেছে
মৃত্যুপুরীর শোকে।
তোমার গতি ভয়াল প্রবল
উত্তাল তোমার ঢেউ।
ঘরে বাইরে তোমার ছোবল
ছাড় যে পায়না কেউ।
তুমি হলে কঠোর যোদ্ধা
অদেখা নিরব খুনি।
তুমি ভয়, তুমি শ্রদ্ধা
তুমিই হাজার গুণী।
নানান দেশে ছদ্মবেশে
চলে যে তোমার ত্রাস।
দিনের শেষে রাত্রি আসে
আসেনা তোমার গ্রাস।
তোমার কাছে হার মেনে
বিশ্বের মুখ ভারী।
জিতেছো যে নিজগুণে
হে মহামারি।
জানিনা কেউ আর কতকাল
দেখবো কত লাশ।
স্রষ্টার পদে রেখে কপাল
চাইছি তোমার নাশ।