পথ চলতে চলতে পরিচয়
আর দেখতে দেখতে ভালোলাগা।
ঠিক তারপরেই বন্ধুত্ব হয়
শুরু হয় প্রেম ঘোরে রাতজাগা।
রঙিন কল্পনার প্রথম ধাপ
দু'চোখে স্বপ্ন আকাশছোঁয়া।
অশান্ত মনের তীব্র চাপ
ক্রমেই বৃদ্ধি পায় চাওয়া পাওয়া।
চুপিচুপি কাছে আশা
লজ্জা পেয়ে দৌড়ে পালানো।
হঠাৎ করেই পাশে বসা
চোখে চোখ হাতে হাত মেলানো।
মাঝে মাঝে রাগারাগি
কারণ অকারণে অভিমান।
মত দ্বিমতের ভাগাভাগি
হ্রাস পেতে থাকে দু'মনের টান।
আর এভাবেই কাটতে থাকে দিন
দু'মুঠো সুখ পাবার আকাঙ্ক্ষায়।
শুরুর চাওয়াগুলো প্রায় বিলীন
শেষের কিছু পাবার অপেক্ষায়।
অপেক্ষার ঠিক এমন সময়ে
যাহ্ এ কি কান্ড!
এলার্মের সাংঘর্ষিক উদয়ে
সব লন্ডভন্ড!