সূর্যোদয় থেকে সূর্যাস্ত
আমি আপনি সব্বাই ব্যস্ত।
কেউ থাকি দেশে
কেউ যায় প্রবাসে।
কেউ পেটপুরে খায়
কেউ না খেয়ে রয়।
কেউ স্থলে বসে
কেউ সমুদ্রে ভাসে।
কেউ ব্যবসা করে
কেউ চাকরি ধরে।
কেউ গাড়ি চালায়
কেউ ছুটে পালায়।
কেউ ওপরে উঠে
কেউ ভূমিতে হাঁটে।
কেউ কষ্টে মরে
কেউ ঠাট্টা করে।
কেউ খালি হাতে ফেরে
কেউ আনে দুহাত ভরে।
কেউ চেয়ে চেয়ে দেখে
কেউ রঙিন স্বপ্ন মাখে।
কেউ বলতে পারেনা
কেউ কিচ্ছু ছাড়েনা।
কেউ ভালো কর্মে মগ্ন
কেউ মন্দ কর্মে নগ্ন।
ব্যস্ত সময়, ব্যস্ত ধরা
খেয়ে বেঁচে পড়ে মরা।
আহারে জীবন, খুব ব্যস্ত জীবন
আজ সুখের জোয়ার, কাল দুখের প্লাবন।
ব্যস্ত জীবনধারায় সবাই রাবণ
কিন্তু করিনা কেউ অনুধাবন।