জীবনটা তত সহজ নয়
যতটা মোরা ভাবি।
প্রকৃতি চরম নিষ্ঠুর হয়
মেলেনা ভাগ্যের চাবি।
সুখ ফুরিয়ে আসে দুঃখ
জীবন থাকে না থেমে।
চলার পথে কর্মই মূখ্য
ফলাফল মাথার ঘামে।
ধরায় কেউ মুর্খ কেউ দক্ষ
কেউবা যে দিশেহারা।
স্বল্প পাওয়ায় জুড়ায় বক্ষ
বেশীতে ছন্নছাড়া।
দেহ ভারী মনটা সুক্ষ্ম
দেহই যে মনের ক্ষয়।
দেহের স্বার্থই মনের লক্ষ্য
বাকিটা অভিনয়।
যদি না হয় দেহ মনের ঐক্য
ঘর বাধে বহুরোগ।
ভেঙে পড়ে চাহিদার আধিক্য
শুরু হয় গোলযোগ।
দেহ মনের সমন্বয়েই
জীবন হয় পরিপক্ক।
মনের সাথে দেহের ক্ষয়েই
নেমে আসে বার্ধক্য।