চারিদিকে কত পাখি
উড়ে মনের সুখে,
আমার পাখি দেয় যে ফাঁকি
থাকে লুকায় বুকে।
পাখিকে পেয়ে হয়েছি বদল
শিখেছি কতকিছু,
দেখেছি তো বহু বৃষ্টিবাদল
হটিনি তবু পিছু।
পাখি আমার না পারে উড়তে
না পারে আকাশ ধরতে,
স্বপ্নে উড়ে সে পড়তে পড়তে
জেগে শিখে সে লড়তে।
পাখির আমার চিন্তাধারা
একই স্বপ্নে গাঁথা,
মান অভিমান দিলে নাড়া
ভাগ করে নেই ব্যথা।
সময়ের সাথে বদলে গেছে
মনের কথার প্রকাশ,
কমেনি কিছুই সতেজ আছে
ভালোবাসার বিকাশ।
পাখি আমার ছোট্ট পাখি
বুঝে না অনেক কিছু,
তাইতো বুকে আগলে রাখি
ছাড়িনা পাখির পিছু।
পাখি একটু দূরে গেলে
একা লাগে ভীষণ,
নানান রূপী গ্যাঁড়াকলে
হতে থাকি শোষণ।
সবমিলিয়ে আছি ভালো
পাখির ছোট্ট ঘরে,
পাখি আমার আশার আলো
পাখিই হৃদয় জুড়ে।
আমার প্রেরণা আমার পাখি
সকল কিছুর জন্য,
এ জীবনের বহুকাল বাকি
তবু জীবন ধন্য, ধন্য পাখির জন্য।