জুথিমণি মিষ্টি মেয়ে
দুষ্টুমিতেও সেরা,
রূপচর্চা-সাজুগুজুতেই
তার জীবনটা ঘেরা।

চোখদুটো তার টানাটানা
লম্বা ঘন কেশ,
সুযোগ পেলেই আড্ডা দিতে
লাগে যে তার বেশ।

ঘুরাঘুরি নিত্য নেশা
খানাপিনাও প্রিয়,
মনে জমা অনেক আশা
জানে না তা কেহ।

আজকের দিনে জুথিমণি
এসেছিলো ভবে,
তাইতো এ দিন যায় না ভোলা
স্মরণ রাখে সবে।

তাই আজকের এই বিশেষ দিনে
দোয়া করি প্রাণভরে,
উত্তমরূপে জীবন গড়ো
নিজের মতন করে।

আসুক যতই কঠিন সময়
হবে না ধৈর্যহারা,
মনে রেখো তোমার রাজ্যে
এই তুমিই সেরার সেরা।

শুভ জন্মদিন "জুথিমণি"।