রহস্যময় ভূবণে
ঘুমের মাঝে স্বপন।
ক্ষণস্থায়ী জীবনে
নিজেই নিজের আপন।
নামটা আমার আশিক
মনটা বড্ড রসিক।
দেহের গড়ন
চিকন চাকন।
ফর্সা হ্যাংলা রোগাশোকা
চালচলনে বোকাবোকা।
মাথার বাঁমপার্শ্বে
একগুচ্ছো চুঁল পাঁকা।
বাঁমপার্শ্বের গাঁলে
ছোট্ট তিঁলের টিঁকা।
ডাঁন কর্ণ যেমন তেমন
বাঁম কর্ণ বাঁকা।
ডাঁন হস্ত যেমন তেমন
বাঁম হস্ত বাঁকা।
এরাই মালা, এরাই জ্বালা
এরাই ভাগ্যের চাকা।
এদের নিয়েই এগিয়ে চলা
নই'তো আমি একা।
কাঁটাময় আচরণ
বিপথে বিচরণ।
অগোছালো ভঙ্গী
সারাবেলার সঙ্গী।
উঁদ্ভট এলোমেলো চিন্তা
প্রতিটা সকালের পাঁন্তা।
বেঁপোরোয়া জীবন যাপন
দীর্ঘদিবসের প্রলেপন।
ছোট্ট ছোট্ট চাওয়া,
অল্প অল্প পাওয়া,
আর চুপচাপ এগিয়ে যাওয়া।
ইচ্ছে, স্বপ্নের চুড়া ছোঁয়া।
তবে মনের মতন একটি বাঁসা,
আর মনের মানুষের ভালোবাসা।
এ দু'টোই বৃহত্তম সাধ ও বেঁচে থাকার আশা।