একেলা অলসো দিবসো রজনীর নেশা
তোমার ভালোবাসা।

ভালোবাসা দেবে?
ভালোবাসা।
খুব বেশী নয়
শুধু এক চিমটি ভালোবাসা।

আবেগ, অভিমান, অনুভুতি প্রকাশের ভাষা
তোমার ভালোবাসা।

ভালোবাসা দেবে?
ভালোবাসা।
খুব বেশী নয়
শুধু একটুখানি অবুঝ ভালোবাসা।

দু'চোখের স্বপ্ন শত প্রহরের আশা
তোমার ভালোবাসা।

তোমায় ঘেরা ইচ্ছেরাও বক্ষে কোণঠাসা।

ভালোবাসা দেবে?
ভালোবাসা।
খুব বেশী নয়
শুধু এক চিলতে ভালোবাসা।

শুষ্ক রুক্ষ ক্ষুধার্ত ক্ষণের পিপাসা
তোমার ভালোবাসা।

তোমার কষ্টে কাঁদি, তোমার সুখেই হাঁসা।

ভালোবাসা দেবে?
ভালোবাসা।
খুব বেশী নয়
শুধু অল্প একটু ভালোবাসা।

অজস্র ক্ষণের সাধনা, দেহ মনের লিপ্সা
তোমার ভালোবাসা।

তোমায় নিয়েই ভয়, মন গহীনে কুয়াশা।

ভালোবাসা দেবে?
ভালোবাসা।
খুব বেশী নয়
শুধু আলতো একটু ভালোবাসা।

রহস্যঘেরা মায়াভরা জগতের অন্যতম জিজীবিষা
তোমার ভালোবাসা।  

তাই তোমার কাছে শুধু একটাই জিজ্ঞাসা।

ভালোবাসা দেবে?
ভালোবাসা।
খুব বেশী নয়,
শুধু নিঃস্বার্থ একটু ভালোবাসা।