বঙ্গদেশের বঙ্গবন্ধু
তুমি বঙ্গের প্রেরণা, বঙ্গের প্রাণ,
তুমি নির্ভীক সৈনিক, আদর্শবান।
বঙ্গদেশের বঙ্গবন্ধু
তুমি বঙ্গের মান, সাবলীল বক্তা,
তুমি দুর্লভ হীরা, মণিমুক্তা।
বঙ্গদেশের বঙ্গবন্ধু
তুমি মহান নেতা, বঙ্গের মাথা,
তুমি স্বাধীনতা, মুক্তির কথা।
বঙ্গদেশের বঙ্গবন্ধু
তুমি স্বপ্নদ্রষ্টা, স্বপ্ন পালো,
তুমি বইয়ের পৃষ্ঠা, জ্ঞানের আলো।
বঙ্গদেশের বঙ্গবন্ধু
তুমি জালিমের ত্রাস, জুলুমের নাশ,
তুমি শত্রুর ফাঁস, বীর শহীদী লাশ।
বঙ্গদেশের বঙ্গবন্ধু
তুমি বঙ্গবাসী, বঙ্গভাষী, বঙ্গের পোলা,
তুমি হৃদয়ে অমর, জাগ্রত সারাবেলা।