একুশ বাংলার মুক্তির কিরণ
বাঙালির নবপ্রাণ।
রাষ্ট্রভাষা বাংলাকরণ
বজ্রকন্ঠের স্লোগান।
ভয়ের মুখে তালা একুশ
সাহসের বিস্ফোরণ।
পাক হায়েনার গোলা একুশ
তাজা রক্তক্ষরণ।
শহীদ স্মরণে শোক একুশ
প্রতিবাদী শিক্ষক।
জোর জুলুমের ভক্ষক একুশ
মাতৃভাষার রক্ষক।
বাংলা মায়ের মুখে একুশ
কথার স্বাধীনতা।
গোটা বিশ্বের চোখে একুশ
অহংকারী পাতা।
মুক্তহাতের শক্তি একুশ
মুক্তমনা লেখা।
ভক্তকূলের ভক্তি একুশ
নতুন কিছু শেখা।