নন্দিনী ,
আমায় কভু লিখেছো চিঠি ?
আমার স্মরণে কেটেছে নির্ঘুম রাত ?
আকাশে জ্বলা তারা মিটিমিটি
বলেছো তাদের আমার কথা ?
“আমি তোমার ,তুমি আমার”
এই বলে ,
তারাদের শুনিয়েছো কান্না তোমার ?
দুঃখের রাজ্যে গেছো চলে ?
একবেলা আমায় দেখোনি বলে ?
একাকি সন্ধায় ,
খোপায় তোমার নেই
বেলির মালা
আমি যে পড়ায়নি
করেছো অভিমান ?
রাগ করেছো সেই ?
ভেবেছো “এ কি ভীষণ জ্বালা ?”
ও দুচোখে অশ্রু ঝরাওনি ?
মেঘলা প্রহরের মেঘ যবে ছুটে
আকাশে তোমার দৃষ্ঠি অর্পনে ,
আমার এ চেনা মুখ কি উঠেনি ফুটে ?
তোমার হৃদয় দর্পনে ?
নাকি ছিলেম , ক্ষণিক রংধুনু ?
নন্দিনী ?
কভু কি বেসেছো ভালো ?