বলো হে সুনয়না
দূর কেন এতো?
বলো,
আমার হৃদয় দিঘীর শৈবালে
কেন ফেলে যাও
স্নিগ্ধ শিশির সম ছায়া।
প্রভাত শেষে,
সূর্যপ্রখর দুপুরকালে
অভিমান করে নাও
ছিনিয়ে সে বিন্দু শিশির মায়া।
আমার হৃদয়জলে
না জানে কিছু
শৈবালে পড়ে ঢাকা
অনুভবে সে হায়
শৈবালে পুড়ে যায়
ছাই হয়ে যায় খা খা।