যেথায় আমার দৃষ্টি যায় হায়!
সেথায় দেখি হাহাকার মলয় বায়
সেথায় দেখি অশ্রু সাগর
সাগর হায়,
অসীম নীল বেদনায়
ওগো, যবে আমি তাকাই
শিক্ত, শিক্ত দেখি আখি
সুখ? নাকি বেদনায়? সে কি?
হৃদয়দ্বার ভেঙ্গেছে সবার?
আমি বা কিই দেখি তার?
বাজায়ে দুঃখের বাশি
গুণি প্রহর
আশা, সুখ ধরা দেয় বুঝি আসি।
তাই,
সুখের ঘরে করে চুড়ি
দুঃখের সভায় উড়াই ঘুড়ি
সাগর তরে অশ্রু নুড়ি
ছিড়লো সুতো, ছুটলো ঘুড়ি
সুঃখের সুতো, বলো কিসে জুড়ি?