মধুর চাঁদ ঐ আকাশে
মন যে কয়,
আসো গো অভিমানিনী
বসবে পাশে ,
কইবো মধূরো আলাপন ।
আর কত রবে গো অভিমান করে ?
চাঁদ যে ডাকে
আজ এই মধুরো সাঁঝে ,
আসো গো অভিমানিনী,
আর কত রবে ,
ঐ চাঁদমুখ লুকায়ে ?
শিউলি ফুলে জ্যোৎস্না মাখি
ভালোবাসার সুতোয় মালা গাথি
নোটন খোপায় পরাবো পিয়া ।
কপোলে তোমার আলপনা আকিব ,
চুম্বনে সাগারাতল ভালোবাসা নিয়া ।
তবুও রবে কি ,
ও চাঁদ মুখ লুকায়ে ?
আসো গো অভিমানিনী ,
বসবে পাশে ,
ভাসাবো তোমারে
হৃদয় তরীতে নিয়া
ভাসাবো আজ এই জ্যোৎস্নার সাগরে ।
ওগো অভিমানিনী ,
নিশি যে ফুরায়
চন্দাবিলাশ ছড়ায় ।
আর কত রবে আমারে ছাড়ি ?