তুমি কি তবে সত্যি আমার জীবনে আকাশের সেই সন্ধ্যা তারা যে শুধুই নিময় করে উঠে,
তুমি কি তবে সত্যি আমার অন্ধ বিশ্বাস দূরের আশা এক তরফা ভালোবাসা,
আমি কি তবে তোমার উপভোগ্য চরিত্র মাত্র ভালোবাসা নই,
আমি কি তবে তোমার পরিনতির শেষাংশে আমার জীবনের হিসেব মিলাতে পারব না কোনোদিন,
তবে কি আমি মেঘের আফ হয়েই স্মৃতি ঘেরা যন্ত্রণায় সীমাবদ্ধ রইব।