বাগানে, পার্কে, বেঞ্চে ষোড়শী দেখলেই-
বুকটা আনচান করে উঠে
ভালো লাগে সব মুখ, প্রতিটা মুখের প্রেমে পরি।

কে জানে? বারবার প্রেমে পড়া যায় কি না?
আমি বারবার প্রেমে পড়িয়াছি।

সেদিন হঠাৎই তোমার দেখা মিললো
আমি হারিয়ে গেলাম তোমার খোলা চুলে,
হারিয়ে ফেললাম নিজেকে ও-ই তোমাতেই
তারপর কতো মুহুর্ত কেটে গেলো!
কতো দিন, মাস, বছর পার হয়ে গেলো
হিসেব রাখিনি
যে হিসেব মিলবেনা, সে হিসেব রেখে কি হবে?
আমি তোমার প্রেমে দেবদাস হয়েই রয়ে গেলাম!

কতো এলোকেশী সামনে আসে!
কতো রুপালি দাতের ঝকঝকে হাসি
পাখনা মেলে উড়ে যায়-
কিন্তু, কিন্তু আমি তোমাতেই পড়ে রই,
রোজ তোমার প্রেমে পড়ি।

এইতো, এইতো সেদিনই
এক ষোড়শী তাহার আচল দিয়ে ঝাপটা মেরে গেলো
আহা কতোই না সুন্দরী সে!
আর আমি, সেই ষোড়শীর বদনে
তোমারই প্রতিচ্ছবি দেখি।