আমি জীর্ণ  শীর্ণ  শুধু তুমাতে বিভন্ন,

আমি পাহাড় ধুধু মরুভূমি
তবুও তোমার অপেক্ষায় চাতকের চেয়েও  ধৈর্যশীল,

আমি ক্লান্ত বীভৎস    তবুও উটের  মতো ভুলিনি তোমার তৃষ্ণার পানি সঞ্চয় করে রাখতে,

আমি যতটা তোমার যত্নে ব্যস্থ বিভর
তুমি ততটা পালাতে সফল,,,