খুব ইচ্ছে করে কিছু মূহুর্ত লেমিনেটিং  করে রাখতে
যাতে করে জীবদ্দশায় তার
ক্ষয় দেখতে না হয়,

খুব ইচ্ছে করে কিছু স্মৃতি আটকে মস্তিষ্কের বিকল ঘটাতে
যাতে করে অন্য স্মৃতি না আসে,

খুব ইচ্ছে করে তোমার হাঁটার রাস্তার পিচ হয়ে তোমার নুপুরের আওয়াজ শুনতে বা কখনো তোমার পায়ে লেগে গিয়ে তোমার হাঁটার সঙ্গী হতে,

খুব ইচ্ছে করে  সপ্নের বাস্তব রূপে নিজেকে আবিষ্কার করতে।