ফিরাইলি তুই ফেরী,
করাইলি তুই দেরী,
মরলো আমার স্বজন তিতাস,
ওই হালা, তুই কোন বালের হরিদাস!
তুই নাকি কোন আমলা,
আসলে তুই তিতাসদের বেতনভুক কামলা,
তুলে নিয়ে তোর গায়ের চামড়া,
তিতাস হত্যার বিচার চাচ্ছি আমরা।
টেনে ছিঁড়ে তোর মাথার চুল,
গেঁথে দিবো তোর পাছায় শূল।
বুঝবি তখন কেমনতর জ্বালা,
মাথা চাপড়ে পাছায় তখন হাত বুলাবি শালা!
চিকিৎসার নাম করে ফেরীতে দেবো তুলে,
ফেরী কিন্তু ছাড়বে না যান্ত্রিক কোন ভুলে!
আশেপাশের জনগণ খবর পেলেই হামলা,
শালার পুত আমলা এবার জনগণ তুই সামলা।
রচনাকাল - ৩১/০৭/২০১৯ইং, ঢাকা।