আসলে প্রথম প্রেম ভুলা যায়না,
অন্তত আমি পারলাম না।
জানিনা আজ তুমি কোথায় আছো?
কেমন আছো?
আমি এখনো রোজ তোমায় স্বপ্নে দেখি,
লুকিয়ে কান্দিও!
কেননা ভুলটা যে আমারই ছিলো।
আমিই যে ছিলাম আসল অপরাধী!
আমাকে তুমি ক্ষমা করে দিও,
ভুল স্বীকার করে হাতজোড় ক্ষমা প্রার্থনা করছি,
স্রেফ তোমার কাছেই,
ক্ষমা করে দিও এই আমাকে!
আমি ভালো নেই,
মাঝেমাঝে মনে হয়-
সরলা তোমার অভিশাপেই আমি ভালো নেই!
খুউব কষ্টে আছি!
বন্ধুরা কেউ বলে দিস তো,
আমি এখনো গোপনে তাঁকেই খুউব ভালোবাসি,
সে যেন ভালো থাকে, খুব ভালো থাকে।
আমি বেঈমান হয়েও পুরনো অধিকারে-
প্রতিদিন তাঁর ভালো থাকাই কামনা করি!
মনেমনে বলি, ভালো থাকা হয় যেন প্রিয়!
অপরাধ ভুলে তুমি অভিশাপ তুলে নিও।
রীতিমতো প্রতিদিন স্বপ্নে আসিও।
আমাকে কাঁদিও!
আমি কান্নার জলে শুদ্ধ হবো,
প্রতিদিন একটু একটু করে!
হবো অভিশাপ মুক্ত!
রবো তোমার প্রেমেতে যুক্ত,
স্বাধীন প্রেম অনুরক্ত।