তুমি গ্রাম বাংলার সেই মেয়েটি,
যে হেঁটে গেলেই উঠে নাচের ছন্দ,
ঠোঁট নাড়লেই ঝরে অনাবিল হাসি।
তোমার রূপে বিমোহিত ভুবন,
মন খারাপের মেঘলা আকাশ উঠে হেসে,
মৃত বাগানে শত সহস্র ফুল ফোটে।
তোমার সুরেই বসন্ত নামে ধরায়,
কোকিল গেয়ে উঠে তোমার রূপ বন্দনায়,
কবিরা কাব্য বুনে তোমার রূপ মহিমায়।
কী শোভা, কী রূপ লাবণ্য,
তোমার রূপে চাঁদেরও ঈর্ষা,
মেঘ আড়ালে মুখটি লুকায় তোমারি জন্য।