দিন বদলের পালায় চেনাজানা সভ্যতা বিলীন,
দ্রুতই ঘটে এমন।
এগিয়ে চলি সামনে!
তবুও পিছনেই পড়ে থাকি বারবার,
নিজেকে খোঁজে পাই অচেনা কোন লোকালয়ে!
নিজেই ভুলে বসে আছি!
কিছু ছবি আটকে থাকে দিনলিপিতে!
শুধুই তাকিয়ে থাকি,
কিছুই দেখা হয় না!
সময় অহরহ ফসকে যায়!
সারাক্ষণ পড়ে থাকি কল্পনার জগতে,
শৌখিন ভাবনা।
মুষ্টিবদ্ধ হাত হতেও জীবন বেরিয়ে যায়,
মুক্তির সাধনায় বৈরাগ্য বাড়ে।