অবশেষে বন্ধু আমার,
পেলে জীবন সাথী।
অপেক্ষার অবসান ঘটিয়ে,
তোমার জীবনে বীথি।
দু'জনেই দু'জনার হও,
জ্বেলে প্রেমের বাতি।
সুখেই থেকো সারাজীবন,
সোহাগ মাখা বীথি।
জীবনে লেগে থাকুক,
মায়াময় এক ছোঁয়া,
সুখী হও নব জীবনে,
করি এই দোআ।
উৎসর্গ - প্রিয় বন্ধু Mohammad Shafiqul Alam এর শুভ পরিণয়ে শুভকামনা জানিয়ে লিখা।
- ২৩/১০/২০১৭ইং, ঢাকা।