শান্তিতে নোবেলটা বনলতা সেনের পাওনাই ছিলো!
অন্তত দু'দন্ড শান্তি দিয়েছিলেন তো। (এখন শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তিদের থেকে অনেক ভালো)
চন্দ্রমুখীও বা কম কিসে!
দেবদাসের একটু শান্তির জন্যে কিইনা করেছেন!
আহারে বেচারী!
শান্তির সর্বোচ্চ পদকটা আমি দিলাম,
মাঝরাতে খদ্দের খোঁজা তন্বী তরুণীটিকে!
সত্যিকারের শান্তির ফেরীওয়ালী যে সেই,
ব্যথার চতুর্ভুজ বুকে চেপে,
শান্তি বিলিয়ে দেয় যে!
রচনাকাল - ১০/১১/২০১৫ইং, ঢাকা।